অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

Support the Helpless Program

অন্তর্দীপন ঈদ উপহার ২০২০

সেবা কল্যাণ ও উন্নয়নের ব্রত নিয়ে কাজ করছে অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বর্তমান বিশ্বের এই সংকটময় মুহুর্তে মানবতার কল্যাণে মানবের পাশে দাঁড়িয়েছে তরুণ-যুবকরা। কেউ আর্থিক সাহায্য, কেউ শারীরিক সাহায্য এবং কেউ সুপরামর্শ দিয়ে এই সংগঠনের কাজকে করছে তরান্নিত। বর্তমান বিশ্বের করোনা পরিস্থিতিতে লকডাউন এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ হয়ে পড়েছে অসহায়। এরপর আম্ফান ঘূর্ণিঝড় চালিয়েছে তাণ্ডব। সামনে আসছে ইসলাম ধর্মীয় মানব গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। কিন্তু কিছু মানুষের এই ঈদ যেন অভুক্ত থাকার জন্য। তাই সেই সকল পরিবারের পাশে দাঁড়িয়েছে অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সার্বিক সহযোগিতায় আছে ভান্ডারকোট ব্লাড ডোনার্স ক্লাব। ৫৬ টি পরিবার কে চাল, ডাল, সেমাই, চিনি সহ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়া হয়.।