অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

আপনি সদস্য হতে চান?

আসুন সকলে একসাথে মানবতার কল্যাণে কাজ করি মিলেমিশে।

সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা

জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক নিম্নেবর্ণিত শর্তে এই সংস্থার সদস্য হতে পারবেন-

ক) নিবেদিত স্বেচ্ছাসেবী সমাজকর্মী ও উৎসাহী ব্যক্তি এ সংস্থার সদস্য হতে পারবেন।

খ) নূন্যতম 18 বছর বয়স্ক।

গ) উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে ( আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নয়)

ঘ) সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে ( পাগল, উম্মাদ ও মাদাকাসক্ত নয়)

ঙ) সংস্থার আদর্শ, উদ্দেশ্য এবং গঠনতন্ত্র প্রতি অনুগত হতে হবে।

চ) নির্ধারিত মাসিক চাঁদা ও ভর্তি ফি পরিশোধ করতে হবে।

ছ) সংস্থার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সদস্যপদ গ্রহণের নিয়মাবলী

ক) সংস্থা কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে সভাপতি বরাবর আবেদন করতে হবে।

খ) কার্যনির্বাহী পরিষদ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী সদস্য পদের আবেদনপত্র মঞ্জুর / খারিজ হবে।

গ) সভাপতি আবেদনপত্র অনুমোদনের জন্য কার্যনির্বাহী পরিষদের সভায় পেশ করবেন এবং সাধারণ সভায় অনুমোদন ক্রমে সদস্য খাতায় লিপিবদ্ধ করবেন।

ঘ) কার্যনির্বাহী পরিষদ সবায় সদস্যপদের জন্য আবেদনকারী ব্যক্তির নাম সংস্থার সদস্য হিসেবে গণ্য করা হলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি অবহিত করতে হবে।

ঙ) আবেদনপত্র গৃহীত হওয়ার পর কোষাধক্ষ্যর নিকট সদস্যপদ গ্রহণ ফি ২০০ (দুই শত) টাকা এবং মাসিক সর্বনিম্ন ৫০ (পঞ্চাশ) টাকা চাঁদা পরিশোধ করে সংস্থার সদস্য ভুক্ত হতে হবে।

আজীবন সদস্য হতে চান?

প্রতিষ্ঠানের তহবিলে এককালীন মাত্র ২০০০০ ( বিশ হাজার) টাকা প্রদান করে আপনি হতে পারেন আমাদের সংগঠনের আজীবন সদস্য।