ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব ২০১৪ প্রথম ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করে। ১০ জানুয়ারি ২০১৪ খ্রি. দিনব্যাপী ব্লাড গ্রুপিং করা হয়। এ ক্যাম্পেইনে সহযোগিতা করেন সাইক ইন্সটিটিউট অফ মেডিক্যাল টেকনোলজী, খুলনা। দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ৫৩৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ক্যাম্পেইনের মাধ্যমে সবার মাঝে ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের পরিচিতি বৃদ্ধি পায় এবং রক্তদানে সকলের অগ্রহ বৃদ্ধি পায়।
ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব ২০১৬ তিনদনি ব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করে।সাইক অই.এইচ.টি ও রূপসা ম্যাটস এর সার্বিক সহযোগিতায় ভান্ডাকোট কন্দ্রেীয় খেলার মাঠ, শিয়ালিডাঙ্গা হাই স্কুল ও সাদাল বাজারে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। তিনদিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে মোট ১১৪৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।এ ক্যাম্পেইনের মাধ্যমে নতুন রক্তদাতা পাওয়া যায়। তরুণেরা রক্তদানে অগ্রহী হয়। ক্লবের প্রচার ও প্রসার হয়।
২০১৭ সালে বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতায় ভান্ডারকোট কেন্দ্রীয় খেলার মাঠে তিনদিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬৩০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
২০১৮ সালে বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতায় ভান্ডারকোট কেন্দ্রীয় খেলার মাঠে তিনদিনব্যাপী ডায়াবেটিকস নির্ণয় ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়।
Bhanderkote (Bottola)
Batiaghata, Khulna.
Cell Phone: +8801998406206
Email: antardipan2019@gmail.com