করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি ২০২০
২২/০৩/২০২০ ইং : ভান্ডারকোট ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানো ও সহস্রাধিক লিফলেট বিতরণ করা হয়।
২২/০৩/২০২০ ইং : দোকানদার, ভ্যানচালক, শ্রমজীবী এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার জন্য ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
২৬/০৩/২০২০ ইং: ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন স্থানে সাবান ও পানির জার স্থাপন করা হয়। ভান্ডারকোট ইউনিয়ন এর প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্লিচিং পাউডারের জলীয় দ্রবণ স্প্রে করা হয়। বিভিন্ন মসজিদে সাবান সরবরাহ করা হয় হাত পরিষ্কার রাখার জন্য। এই কাজগুলো চলমান থাকবে।
আজ ১০-০৮-২০২৪ তারিখ রোজ শনিবার অন্তর্দীপন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: হাফিজুর রহমান শেখ, প্রতিষ্ঠাতা, অন্তর্দীপন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিচালক, ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাসা, বিশেষ অতিথি ছিলে এস. এম. রেজোয়ানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাস এবং আরো অতিথি বৃন্দ ও ক্লাবের সকল সদস্য। স্থানীয় মসজিদে এবং মন্দিরে গাছ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিশেষ অতিথি বক্তব্যে উল্লেখ করেন, “ গাছ আমাদের পরম বন্ধু। আমরা ও গাছের মতো স্বেচ্ছেসেবী হতে চাই।অতিথীবৃদ্ধ ক্লাবের সকল সদস্য ও এলাকার মানুষের মধ্যে গাছের চারা বিতারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর গোলদার, কেশব শীল, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো: সাইফুল রহমান, এস.এম. মিরাজুল ইসলাম, মো: জুবায়ের, শাওন কুন্ডু, পার্থ কুন্ড, শান্ত কুন্ডু, সোহানুর রহমান, শাহরিয়ার অনিক, মো:আম্মার, রাতুল, রকিব ও আরো অনেকে।ক্লাবের এমন মহতী কর্মকান্ড ভবিষ্যতে আরো বেশি গ্রহণ করা হবে।