অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

আমাদের সম্পর্কে

“অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন” একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে 1961 সালের 46 নং (স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান সমূহ রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ মোতাবেক সমাজের শিশু, যুব, নারী, ভিক্ষুক, রোগী, অসুস্থ ব্যক্তি, শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণে কাজ করবে। সংস্থাটি সমাজ বিরোধী কার্যকলাপে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্তবিনোদন কর্মসূচি গ্রহণ করবে।নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্কদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সমাজ কল্যাণ সংস্থা সমূহের সমন্বয় সাধনের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংস্থার লোগো ও স্লোগান

সংস্থার লোগো ” দুই হাতের তালুর উপর অন্তর সদৃশ চিত্রের ভিতর দ্বীপ শিখা প্রজ্বলিত এবং উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, শীর্ষদেশ অন্তর্দীপন লিখিত এবং নিম্নদেশে প্রতিষ্ঠিত ২০১৯ লিখিত এবং পাতার উভয় পাশে দুটি করে তারকা।

সংস্থার শ্লোগান “সেবা কল্যাণ উন্নয়নের ব্রত”।

কার্যালয়

সংস্থার প্রধান কার্যালয় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের ভান্ডারকোট গ্রামে অবস্থিত।

কার্য এলাকা

এই সংস্থার কার্য এলাকা প্রাথমিকভাবে খুলনা জেলায় সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে সমগ্র বাংলাদেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ করা হবে।