সেবা কল্যাণ ও উন্নয়নের ব্রত নিয়ে কাজ করছে অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বর্তমান বিশ্বের এই সংকটময় মুহুর্তে মানবতার কল্যাণে মানবের পাশে দাঁড়িয়েছে তরুণ-যুবকরা। কেউ আর্থিক সাহায্য, কেউ শারীরিক সাহায্য এবং কেউ সুপরামর্শ দিয়ে এই সংগঠনের কাজকে করছে তরান্নিত। বর্তমান বিশ্বের করোনা পরিস্থিতিতে লকডাউন এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ হয়ে পড়েছে অসহায়। এরপর আম্ফান ঘূর্ণিঝড় চালিয়েছে তাণ্ডব। সামনে আসছে ইসলাম ধর্মীয় মানব গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। কিন্তু কিছু মানুষের এই ঈদ যেন অভুক্ত থাকার জন্য। তাই সেই সকল পরিবারের পাশে দাঁড়িয়েছে অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সার্বিক সহযোগিতায় আছে ভান্ডারকোট ব্লাড ডোনার্স ক্লাব। ৫৬ টি পরিবার কে চাল, ডাল, সেমাই, চিনি সহ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়া হয়.। এটি চলমান প্রক্রিয়া এবং এটি চলতেই থাকবে।
এ ব্যাপারে উক্ত ক্লাবের সভাপতি জনাব মোঃ হাফিজুর রহমান বলেন “যে সকল সহৃদয়বান ব্যক্তি বর্গ অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান প্রদান করুক। যে সকল সদস্যগণ দিনরাত পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে ঈদ উপহার’ পৌঁছা দিচ্ছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আমরা সমাজের বিত্তবান এবং সহৃদয়বান ব্যক্তি বর্গের নিকট অনুরোধ করছি আমাদের পাশে থাকুন এবং অনুদান দিয়ে সাহায্য করুন। আমরা আপনাদের অনুদানের উত্তম ব্যবহার করবো। ইনশাআল্লাহ।”